রূপচর্চায় কলার ব্যবহার

রূপচর্চায় কলার ব্যবহার

ত্বকের আর্দ্রতা রক্ষাঃ কলায় আছে উচ্চ পটাশিয়াম যা ত্বকের আর্দ্রতা দরে রাখতে সাহায্য করে। একটি কলার অর্ধেক অংশ চটকে তা দিয়ে মাস্ক হিসেবে ব্যবহার করুন, এতে ত্বক নরম ও কোমনীয় হবে। অতিরিক্ত শুষ্ক ত্বকে কলার পাশাপাশি মধু ব্যবহার করে ভালো ফলাফল পাওয়া যায়।

২ 
ব্রণ নিয়ন্ত্রণঃ কলার খোসায় আছে অ্যান্টি-অক্সিডেন্ট যা ব্রণের উপর কলার খোসার সাদা অংশ বাদামি হয়ে যাওয়া পর্যন্ত ঘষতে হবে। মুখের দাগ ও ব্রণ দূর করতে সপ্তাহে ২ এটি ব্যবহার করুন। 


পায়ের যত্নেঃ ত্বকের মতো পায়ের যত্ন নিতেও কলা বেশ উপকারী ফল।
কলা চটকে পায়ের মাস্ক তৈরি করে তা পায়ে লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করুণ। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন, এর ফলে পা হবে নরম ও কোমল।

চোখের ফোলাভাব দূর করতেঃ একটা কলার অর্ধেক চটকে নিয়ে এটি চোখের চারপাশে ব্যবহার করুন। ঠাণ্ডা পানি দিয়ে ১০/১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি চোখের ফোলাভাব দূর করতে সাহায্য করবে।

চুলের যত্নেঃ চুল পড়া কমাতে কলা ও দই চটকে প্যাক তৈরি করুন। প্যাকটি চুলে লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। চুলের শুষ্কতা কমাতে কলা ও মধু মিশিয়ে চুলের প্যাক তৈরি করে ব্যবহার করুন। ( রূপচর্চায় কলার ব্যবহার )

Comments

Popular posts from this blog

ত্বক ও চুলের যত্নে কালোজিরা উপকারিতা

পাকা পেপে মাস্ক দিয়ে আপনার মুখ পুনরুজ্জীবিত করুন এবং ডেড স্কিন সরান।

রূপচর্চায় চন্দনের উপকারিতা অসাধারণ