রূপচর্চায় আলুর অসাধারণ ব্যাবহার।

রূপচর্চায় আলুর অসাধারণ ব্যাবহার।

চোখের ফোলা ভাব দূর করতেঃ আলু চাকতি করে কেটে চোখের ওপর দিয়ে রাখুন। চোখে বেশ আরামও পাবেন ।

২  ব্রুন দূর করতেঃ আলুর রস পুরো মুখে লাগান। ব্রন দাগ দূর করতে ভালো কাজ দেবে।

চোখের নিচের ডার্ক সার্কেলঃ চোখের নিচের ডার্ক সার্কেল দূর করতে হলে আলু কেটে সেখানে লাগিয়ে রাখুন কিছু সময়।

ধূসর চুলগুলো চকচকেঃ ৪/৫ আলু সেদ্ধ করুন এরপর খোসা ছাড়িয়ে ভালভাবে ঠাণ্ডা হতে দিন। শুষ্ক চুলে এগুলো ঘষতে থাকুন। ধূসর চুলগুলো চকচকে হয়ে যাবে।

ত্বকের বলিরেখা দূরঃ একটি আলু ছেঁচে তাতে এক টেবিল চামচ দই দিয়ে পেস্ট তৈরি করুন। পেস্টটি ত্বকের বলিরেখা দূর করবে।

ত্বকের ক্ষতিগ্রস্ত কোষগুলো সুস্থতাঃ আস্ত একটি আলু ছেঁচে তাতে একটি লেবুর রস মিশিয়ে মুখে মাখুন। ৩০ মিনিট পর ধুয়ে নিন। ফলে  ত্বকের ক্ষতিগ্রস্ত কোষগুলো সুস্থতা ফিরে পাবে।

চোখের নিচের ডার্ক সার্কেলঃ চোখের নিচের ডার্ক সার্কেল দূর করতে আলু কেটে সেখানে ভালভাবে লাগিয়ে রাখুন।   ( রূপচর্চায় আলুর অসাধারণ ব্যাবহার )  

Comments

Popular posts from this blog

রূপচর্চায় হলুদের ব্যবহার

নারকেল পানির সঙ্গে শুষ্ক স্কিন Hydrate

যেসব ফল ওজন কমায়