অ্যালো ভেরা দিয়ে রূপচর্চা
অ্যালো ভেরা দিয়ে রূপচর্চা |
2 পেঁপেতে ত্বকের রং হালকা করার উপাদান রয়েছে। কয়েক টুকরো অ্যালভেরা জেল এবং পেঁপে ম্যাস করে পেস্ট তৈরি করুন। এবার প্যাকটি ত্বকে ব্যবহার করুন। কিছুক্ষণ পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।ত্বক হবে কোমল ও মসৃণ।
4 অ্যালো ভেরা’র জেল ও লেবুর রস মিশিয়ে দাগ এমনকি যেখানে ত্বকের রংয়ের অসামঞ্জস্যতা আছে তার উপরে লাগান। ভালো ফলাফল পাওয়া যাবে।
5 চুলের বৃদ্ধিতে এই জেল সাহায্য করে। মাথার ও ত্বকে এই জেল ব্যবহার করে অ২৫ মিনিট পরে ধুয়ে ফেলুন। ( অ্যালো ভেরা দিয়ে রূপচর্চা )
Comments
Post a Comment