নারকেল তেল কেন চুলের যত্নে সেরা

চুলের যত্নে  নারকেল তেল

1 একটি প্রাকৃতিক প্রসাধনী হচ্ছে নারিকেল তেল যা চুলের স্বাস্থ্য ও সৌন্দর্য বৃদ্ধিতে নারকেল তেলের জুড়ি নেই।

2 নারিকেল তেল চুলের কন্ডিশনার হিসেবে কাজ করে। কম দামে ও সহজলভ্য চুলের কন্ডিশনার হচ্ছে নারিকেল তেল। এই তেল প্রয়োজনীয় পুষ্টি দিয়ে ক্ষতিকর প্রভাব থেকে চুলকে রক্ষা করে থাকে। নারিকেল তেল ব্যবহারে চুল তাড়াতাড়ি বড় হয়।

3 প্রাকৃতিক এই তেল শুধু চুলের স্বাস্থ্য রক্ষা করে তা নয়, নিয়মিত এই তেল ব্যবহারে করলে চুল ও ত্বক ভালো রাখার পাশাপাশি শরীরের অনেক অসুখও দূর হয়।

4 খাঁটি নারিকেল তেল একদম পানির কালার হয়। নারিকেল তেলের  বড় গুণ হচ্ছে এটি ঠান্ডা হলে জমে যায়।তেল খাঁটি কিনা তা বোঝার জন্য 30 মিনিট ফ্রিজে জমতে দিন, যদি পুরোপুরি জমে গিয়ে থাকে, তাহলে বুঝবেন আপনার তেল খাঁটি।

5 যদি হলুদ বা গ্রে কালারের হয়ে থাকে তাহলে বুঝবেন এতে কেমিক্যাল মেশানো আছে। এই সকল ভেজাল তেল ব্যবহার করার ফলে পড়ে  চুল।

6 এই তেলেই চুলের যাবতীয় প্রায় সব প্রব্লেমের সমাধান আছে।  চুলের আগা ফাটা, খুশকি,  চুলের গোঁড়া মজবুত করা চুলকে ময়েশ্চারাইজড করা, ইত্যাদি। ( নারকেল তেল কেন চুলের যত্নে  সেরা )



Comments

Popular posts from this blog

রূপচর্চায় হলুদের ব্যবহার

নারকেল পানির সঙ্গে শুষ্ক স্কিন Hydrate

যেসব ফল ওজন কমায়